ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সৈনিক জামালের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
সৈনিক জামালের দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ: আফ্রিকার মালিতে শান্তিরক্ষী মিশনে কর্মরত অবস্থায় বোমা বিস্ফোরণে নিহত সৈনিক মো. জামালের দাফন সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (১৬ মার্চ) বিকেল ৩টার দিকে জানাজার নামাজের পর   রাষ্ট্রীয় মর্যাদায় ধূমিহায়াতপুর ঘাসিয়াপাড়া গোরস্থানে তাকে দাফন   করা হয়।

এর আগে দুপুরে হেলিকপ্টারে করে সেনাবাহিনীর একটি দল   জামালের মরদেহ শিবগঞ্জ উপজেলার ঘাসিয়াপাড়ার বাড়িতে পৌঁছে দেয়।

জামালের বাবা মেসের আলী মরদেহ গ্রহণ করেন। এসময় তাঁর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে।

এসএসসি পাসের পর ২০০৫ সালে সেনাবাহিনীতে যোগ দেন জামাল। যশোরে কর্মরত অবস্থায় গত বছরের মে মাসে শান্তিরক্ষী মিশনে যান তিনি। তিন ভাই-বোনের মধ্যে জামাল ছিল সবার বড়। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।