তারা হলেন- বরিশাল মহানগরের গোয়েন্দা (ডিবি) পুলিশের কনস্টেবল রহিম ও রাসেল।
শুক্রবার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করে ডিবির সহকারী কমিশনার নাছির উদ্দিন মল্লিক জানান, বৃহস্পতিবার রাতেই তাদের বহিষ্কার করা হয়েছে।
এর আগে কনস্টেবল মাসুদুল হককে সাময়িক বহিষ্কার করা হয়।
তিনি জানান, এদের বিরুদ্ধে তদন্তে সুমন হাসানকে নির্যাতনের ঘটনায় গুরুতর অপরাধ করার প্রমাণ পাওয়া গেছে। তবে বাকি ৫ জনকেও ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি পাওয়া গেছে।
তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযুক্তরা হলেন- মহানগর ডিবি পুলিশের এসআই আবুল বাশার, এএসআই স্বপন ও আক্তার হোসেন এবং কনস্টেবল মাসুদুল হক, রাসেল, হাসান, রহিম ও সাইফুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
এমএস/জেডএস