আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় ‘কামাল টেক্সটাইল’ নামে একটি শিল্প কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৬ মার্চ) দিবাগত রাতে ১২ টার দিকে অাশুলিয়ার বাইপাইল কাইচাবাড়ি এলাকায় কামাল টেক্সটাইলের কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
ইপিজেড ফায়ার সার্ভিসেরর সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, প্রথমে কামাল টেক্সটাইলের গুদামে আগুন লাগে।
গুদামে তুলা ও পোশাক থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টা আগুন নেভায়।
আগুন লাগার সূত্রপাত জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৪১১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।