শুক্রবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার জিএমহাট ব্রিকস্ ফিল্ডের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত কনস্টেবল আবুল খায়েরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
ফুলগাজী থানার এসআই সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, জিএমহটের পাশ্ববর্তী ছাগলনাইয়ার পাঠাননগর কাছারি বাজার এলাকায় অভিযানে গেলে চিহ্নিত সন্ত্রাসী সাইফুল ও সোহেলসহ কয়েকজন সন্ত্রাসী ও চাঁদাবাজ অতর্কিত এ হামলা চালায়।
ফুলগাজী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের তত্ত্বাবধায়ক (আরএমও) ডা. নাসরিন আকতার জানান, আহত কনস্টেবল আবুল খায়েরের ডান পা, হাত ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) পান্না লাল বড়ুয়া সন্ত্রাসী হামলায় দুই পুলিশের আহতের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এসএইচডি/ওএইচ/