ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ১৯৫ মণ জাটকাসহ ৯ জেলে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
বরিশালে ১৯৫ মণ জাটকাসহ ৯ জেলে আটক

বরিশাল: বরিশালের হিজলার ধুলখোলা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৯৫ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। এ ঘটনায় একটি কাঠের বোটসহ (ইঞ্জিন চালিত নৌকা) নয় জেলেক আটক করা হয়েছে।

শুক্রবার (১৬ মার্চ) দিবাগত রাত থেকে শনিবার (১৭ মার্চ) ভোর পর্যন্ত ধুলখোলা সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন জায়গায় অভিযান চালায় কোস্টগার্ড।

অভিযানের নেতৃত্বে থাকা কোস্টাগার্ড দক্ষিণ জোনের সিজি স্টেশন বরিশালের স্টেশন কমান্ডার লেফটেনেন্ট ইমতিয়াজ আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জব্দ হওয়া জাটকাগুলো মৎস কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

আটক ৯ জেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।