ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফ্লাইট বিএস২১১: আরো ১০ মরদেহ শনাক্ত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
ফ্লাইট বিএস২১১: আরো ১০ মরদেহ শনাক্ত পেছনে বিধ্বস্ত ইউএস-বাংলার প্লেন, কাজ করছেন উদ্ধারকর্মীরা

ঢাকা: নেপালে প্লেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে আরো ১০ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। পোশাক ও ব্যবহৃত জিনিস মিলিয়ে তাদের শনাক্ত করা হয়েছে।

শনিবার (১৭ মার্চ) সকাল থেকে নিহতদের শনাক্তের প্রক্রিয়া চলছে। তবে শনাক্ত হওয়া মরদেহগুলোর তথ্য জানা যায়নি।

এদিকে আগুনে পুড়ে যাওয়ায় অনেকের মরদেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে ডিএনএ নমুনা সংগ্রহ করে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বাংলাদেশিদের পাশাপাশি চীনা এক নাগরিকসহ নেপালের যাত্রীদের স্বজনরাও নিহতদের মরদেহ বুঝে নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন।

নেপালের ফরেন্সিক বিভাগের কাছে নিহতদের স্বজনদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহগুলো শনাক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।