শনিবার (১৭ মার্চ) সকালে উপজেলার মধ্য খাসকাউলিয়া অংশের ৩০ মিটার এলাকা বিলীন হয়েছে নদী গর্ভে। এসময় ধসে গেছে পাথরের বোল্ডসহ জিও টেক্সও।
পানি উন্নয়ন বোর্ড সূত্র এবং স্থানীয় জনগণ জানায়, চৌহালী উপজেলা সদরের পৌনে চার কিলোমিটার এবং টাঙ্গাইলের সোয়া তিন কিলোমিটার মিলে সাত কিলোমিটার এলাকা রক্ষায় এশিয় উন্নয়ন ব্যাংক ১০৯ কোটি টাকার বরাদ্দ দিয়েছে। বাঁধটিতে গতবছর প্রায় ১৫ বার ভাঙন দেখা দেয়।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান জানান, সকালে বাঁধটির প্রায় ৩০ থেকে ৪০ মিটার এলাকা ধসে গেছে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানিয়েছেন, ধসের বিস্তৃতি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এসআই