আগুন
হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের চৌধুরীবাজারের ফল পট্টিতে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৭ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সামছুল আলম বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
পরে খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। সেখানে প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে কাচামাল ও ভেরাইটিজ স্টোরসহ বিভিন্ন ধরনের সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।