শনিবার (১৭ মার্চ) দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে ২৫ মার্চ গণহত্যা এবং ৭১ সালের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বর্ণনা করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমানের সভাপতিতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে বক্তব্য রাখেন- মানিকগঞ্জের মুক্তিযোদ্ধা সংগঠক ও সাবেক সংসদ সদস্য মো. মফিজুল ইসলাম খান কামাল, সাটুরিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার আ খ ম নূরুল হক, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, লুৎফর রহমান, বদিউল ইসলাম, আব্দুর রহমানসহ উপজেলার প্রায় ১৫ জন মুক্তিযোদ্ধা।
এ সময় উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এসআরএস