শনিবার (১৭ মার্চ) সকালে মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিউলি গজারিয়া উপজেলার রায়পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার বাংলানিউজকে জানান, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই স্কুল শিক্ষিকা শিউলির মৃত্যু হয়।
পরে কাঁচপুর হাইওয়ে পুলিশ মদনপুর এলাকা থেকে ট্রাকটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়েছেন বলেও জানান ওসি কাইয়ুম।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
আরআইএস/