ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফিলিপাইনে বাড়ির ওপর বিধ্বস্ত প্লেন, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
ফিলিপাইনে বাড়ির ওপর বিধ্বস্ত প্লেন, নিহত ৭ দুর্ঘটনাস্থলে প্লেনের ধ্বংসাবশেষ

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মার্চ) ম্যানিলার উত্তরের একটি বাড়ির ওপর প্লেনটি বিধ্বস্ত হয়।

বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (কাপ) ও পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, লিট এয়ার এক্সপ্রেসের পাইপার ২৩ অ্যাপাচি মডেলের দু’ ইঞ্জিনবিশিষ্ট প্লেনটি নিকটস্থ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে যায়।

কাপ’র মুখপাত্র এরিক অ্যাপোলোনিও সংবাদমাধ্যমকে বলেন, দুই পাইলটসহ ছয় আরোহীবাহী প্লেনটি উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা লুজনের লাওয়াগ যাচ্ছিল।

কিন্তু উড্ডয়নের পরপরই এটি ৮০ বছর বয়সী এক বৃদ্ধার ওই বাড়িতে আছড়ে পড়ে। এতে ওই ছয় আরোহী এবং বাড়িতে থাকা বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান।  

পুলিশের মুখপাত্র জন বুলালাকাও বলেন, প্লেনটি পুরোপুরি চূর্ণ হয়ে গেছে এবং বাড়িটিও ভস্মীভূত হয়ে গেছে। দুর্ঘটনার পরপরই লিট এয়ারের পরিচালিত প্লেনগুলোর চলাচল বন্ধ করে তদন্ত শুরু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।