শনিবার (১৭ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক সমাবেশে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সরকার দলীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ এসব কথা বলেন।
নাজিম উদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।
এর আগে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি বের করা হয়। স্থানীয় পাবলিক হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তারের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় আয়োজিত শিশু সমাবেশে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সানাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ প্রমুখ।
শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এমএএএম/আরআর