ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
রূপগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে মনির হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার বিশ্বরোড এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মনির হোসেন নরসিংদী জেলার রায়পুরা থানার শান্তিপুর এলাকার মঞ্জুর হোসেনের ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর হোসেন বাংলানিউজকে জানান, মনির হোসেন মোটরসাইকেল চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক যোগে নরসিংদীর দিকে যাচ্ছিলেন। তিনি বিশ্বরোড এলাকায় পৌঁছালে কাঁচপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মনির হোসেন মারা যান। এ ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক-হেলপারকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।