শনিবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার বিশ্বরোড এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মনির হোসেন নরসিংদী জেলার রায়পুরা থানার শান্তিপুর এলাকার মঞ্জুর হোসেনের ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর হোসেন বাংলানিউজকে জানান, মনির হোসেন মোটরসাইকেল চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক যোগে নরসিংদীর দিকে যাচ্ছিলেন। তিনি বিশ্বরোড এলাকায় পৌঁছালে কাঁচপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মনির হোসেন মারা যান। এ ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক-হেলপারকে আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এনটি