শনিবার (১৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নুরুল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর এবং কর্মকর্তা পরিষদের সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন।
এর আগে সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। প্রথমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান পুষ্পস্তবক অর্পন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মাননীয় উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এমএএএম/এমএ