শনিবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার বনগ্রাম ইউনিয়নের টুনিরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সাইফুল রতন (৪০), খায়রুল ইসলাম (৪২), আবু বক্কর (৫৫), রউফ (৩৭), খোকা মিয়া (৩২), সাদেকুল মিয়া (৩৫), সাইদুল ইসলাম (৫৪), আব্দুল মালেক (৩৫)।
গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুরে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। এসময় জুয়া খেলার সরঞ্জাম জব্দ করে পুলিশ।
এ ব্যাপারে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, আটকরা এলাকার চিহ্নিত জুয়াড়ি। রোববার (১৮ মার্চ) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
টিএ