সোমবার (১৯ মার্চ) সকাল ১১টা ২০ মিনিটে শাহপরীর দ্বীপ জেটি থেকে ১৩তম সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।
এ আসরে তিন ঘণ্টা ৮ মিনিট সাঁতার কেটে প্রথমে সেন্টমার্টিনে এসে পৌঁছান সাইফুল ইসলাম রাসেল।
প্রয়াত কাজী হামিদুল হকের স্মরণে এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা। ২০০৬ সালের ১৪ জানুয়ারি সেন্টমার্টিনে বাংলা চ্যানেলের যাত্রা শুরু হয়।
সাঁতারু ও দলনেতা লিপটন সরকার বলেন, পযর্টন শিল্প বিকাশের পাশাপাশি পযর্টকদের এ চ্যানেলটি পরিচিত করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
টিটি/আরআইএস/