সোমবার (১৯ মার্চ) দুপুরে বাবুগঞ্জ উপজেলা সদরের স্টিল ব্রিজ সংলগ্ন ক্ষুদ্রকাঠী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইউসুফ মল্লিক বরগুনা জেলার আমুয়ার মরিচ বুনিয়া গ্রামের বাসিন্দা।
বরিশাল মেট্রোপলিটেন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত থানার (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, দ্রুত গতির একটি থ্রি হুইলার থেকে ছিটকে পড়ে ইউসুফ মল্লিক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি ছেলের শ্বশুর বাড়ি বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামে বেড়াতে যাচ্ছিলেন বলে জানা
এ ঘটনায় মালবাহী ট্রলি, থ্রি হুইলার ও এর চালক জাহাঙ্গির হোসেনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এমএস/এসআরএস