ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত 

বরিশাল: বরিশালে থ্রি হুইলার (মাহিন্দ্র) থেকে ছিটকে পড়ে ইউসুফ মল্লিক নামে ৭০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ মার্চ) দুপুরে বাবুগঞ্জ উপজেলা সদরের স্টিল ব্রিজ সংলগ্ন ক্ষুদ্রকাঠী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইউসুফ মল্লিক বরগুনা জেলার আমুয়ার মরিচ বুনিয়া গ্রামের বাসিন্দা।

 

বরিশাল মেট্রোপলিটেন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত থানার (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, দ্রুত গতির একটি থ্রি হুইলার থেকে ছিটকে পড়ে ইউসুফ মল্লিক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি ছেলের শ্বশুর বাড়ি বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামে বেড়াতে যাচ্ছিলেন বলে জানা 

এ ঘটনায় মালবাহী ট্রলি, থ্রি হুইলার ও এর চালক জাহাঙ্গির হোসেনকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।