সোমবার (১৯ মার্চ) বিকেলে তানিহা প্লাজার নয়ন বিরিয়ানি হাউজ থেকে ‘বোমা’ গুলো উদ্ধার করা হয়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান এসআই শফিক।
সূত্র জানায়, কে বা কারা ওই হোটেলে একটি ব্যাগে করে ‘বোমা’ গুলো ফেলে যায়। তারপর দোকানের মালিক সোহেলকে ০১৮১৬৩৫০৭১৫ নম্বর থেকে কেউ একজন কল করে হোটেলে ‘বোমা’ রেখে যাওয়ার বিষয়টি জানায়। তখন হোটেলে খোঁজাখুঁজির পর ‘বোমা’সহ ব্যাগটি দেখতে পায় তারা। হোটেলের মালিক সোহেল পুলিশে খবর দিলে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ‘বোমা’ গুলো উদ্ধার করে। চারটি ‘বোমা’র মধ্যে দুইটি ‘বোমা’ ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
পিএম/আরআইএস