ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

গুলশানে বিরিয়ানির দোকানে মিললো ‘বোমা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
গুলশানে বিরিয়ানির দোকানে মিললো ‘বোমা’

ঢাকা: রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডের গুদারাঘাট এলাকার একটি বিরিয়ানির দোকান থেকে ৩টি ‘হাতবোমা’ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ মার্চ) বিকেলে তানিহা প্লাজার নয়ন বিরিয়ানি হাউজ থেকে ‘বোমা’ গুলো উদ্ধার করা হয়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল পাঁচটার দিকে ওই বিরিয়ানির দোকানে বোমা দেখতে পেয়ে দোকানের মালিক পুলিশে খবর দেয়। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ককটেলের চেয়ে বড় আকৃতির তিনটি 'বোমা' উদ্ধার করে। তিনটি বোমা নিষ্ক্রিয় করা হয়।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান এসআই শফিক।

সূত্র জানায়, কে বা কারা ওই হোটেলে একটি ব্যাগে করে ‘বোমা’ গুলো ফেলে যায়। তারপর দোকানের মালিক সোহেলকে ০১৮১৬৩৫০৭১৫ নম্বর থেকে কেউ একজন কল করে হোটেলে ‘বোমা’ রেখে যাওয়ার বিষয়টি জানায়। তখন হোটেলে খোঁজাখুঁজির পর ‘বোমা’সহ ব্যাগটি দেখতে পায় তারা। হোটেলের মালিক সোহেল পুলিশে খবর দিলে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ‘বোমা’ গুলো উদ্ধার করে। চারটি ‘বোমা’র মধ্যে দুইটি ‘বোমা’ ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।