সোমবার (১৯ মার্চ) বিকেলে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুনুর রশিদ রংপুরের পিরগাছা উপজেলার নন্দিগঞ্জ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মামুনুর ও রফিকুল মোটরসাইকেলে করে তেঁতুলিয়া যাচ্ছিলেন। পথে চৈতন্যপাড়ায় একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মামুনুর। এতে আহত রফিকুল। তাকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এসআই