মঙ্গলবার (২০ মার্চ) রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, একনেক সভায় মোট ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে মোট ৯ হাজার ৬৮০ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন হবে মোট ৯ হাজার ৫৯১ কোটি টাকা।
তিনি বলেন, সংশোধিত আকারে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। প্রথমে ঢামেকের অধীনে বার্ন ইউনিট নির্মাণ প্রকল্পটির ব্যয় ছিল ৫২২ কোটি। এখন ইনস্টিটিউট করায় ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯১২ কোটি ৮০ লাখ টাকা।
২০১৬ সালের জানুয়ারিতে শুরু হওয়া এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বরে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এমআইএস/এমএ