ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

লামায় দালালসহ ১০ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
লামায় দালালসহ ১০ রোহিঙ্গা আটক

বান্দরবান: বান্দরবানের লামায় দালালসহ শ্রমিক হিসেবে আসা ১০ রোহিঙ্গাকে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২০ মার্চ) রাত ১১টার দিকে পৌর শহরের লাইনঝিরি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আয়াত উল্লাহ (২৫), জলিল আহামদ (২৮), শামসুল আলম (২৫), রহিম উল্লাহ (২০), মো. রফিক (১৮), রহমত উল্লাহ (২৪), হাফেজ ইয়াছিন (২২), আব্দুল মোতালিব (১৮), পীর মুহাম্মদ (৫২) ও মনির আহাম্মদ (২৪)।

তারা মিয়ানমারের রাসিধং জেলার রাজাবিল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ছনখোলা এলাকার মৃত দুধু মিয়ার ছেলে দালাল আবু ছিদ্দিক (৪৫) তাদের ওই এলাকায় কাজ করাতে নিয়ে যান। কাজে যাওয়ার খবর পেয়ে তাদের শনাক্ত করে সেনাবাহিনীকে জানায় স্থানীয়রা। এসময় আবু ছিদ্দিকসহ তাদের আটকের পর সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। প‌রে তা‌দের লামা থানায় হস্তান্তর করা হয়।

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক রোহিঙ্গাদের সকালে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।