মঙ্গলবার (২০ মার্চ) রাত ১১টার দিকে পৌর শহরের লাইনঝিরি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আয়াত উল্লাহ (২৫), জলিল আহামদ (২৮), শামসুল আলম (২৫), রহিম উল্লাহ (২০), মো. রফিক (১৮), রহমত উল্লাহ (২৪), হাফেজ ইয়াছিন (২২), আব্দুল মোতালিব (১৮), পীর মুহাম্মদ (৫২) ও মনির আহাম্মদ (২৪)।
পুলিশ জানায়, লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ছনখোলা এলাকার মৃত দুধু মিয়ার ছেলে দালাল আবু ছিদ্দিক (৪৫) তাদের ওই এলাকায় কাজ করাতে নিয়ে যান। কাজে যাওয়ার খবর পেয়ে তাদের শনাক্ত করে সেনাবাহিনীকে জানায় স্থানীয়রা। এসময় আবু ছিদ্দিকসহ তাদের আটকের পর সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাদের লামা থানায় হস্তান্তর করা হয়।
লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক রোহিঙ্গাদের সকালে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
আরএ