বুধবার (২১ মার্চ) দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ঝিনাইদহের শৈলকূপা উপজেলার রয়েরা গ্রামের মো. মিনহাজ উদ্দিনের ছেলে এনামুল ইসলাম, আব্দুর রহিম হাওলাদারের ছেলে আব্দুর রহমান মিন্টু, ঝিনাইদহ মহেশপুরের আব্দুল জলিলের ছেলে রবিউল ও নারায়ণগঞ্জের ঝালপুরির মৃত মো. বেলা পীরের ছেলে আব্দুর রহিম।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন খান বাংলানিউজকে জানান, আটকরা চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
আরবি/