আগুনে ক্ষতিগ্রস্ত কক্ষ/ছবি: বাংলানিউজ
গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে দুইটি বাসা বাড়িতে আগুন লেগে ১৩ টি কক্ষ পুড়ে গেছে।
বুধবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার পূর্বচান্দরা এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবিরুল আলম বাংলানিউজকে জানান, উপজেলার পূর্বচান্দরা পশ্চিম সাহেবপাড়া এলাকার আমিরুল ইসলাম খাঁন এবং শাহিনুল ইসলাম মাস্টারের বাড়িতে আগুন লাগে।
খবর পেয়ে কালিয়াকৈর ফাযার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা প্রায় আধাঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। আগুনে বাড়ি দুটির ১৩টি কক্ষ ও আসবাবাপত্র পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়।
বাংলাদেশ সময়: ২৫৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
আরএস/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।