ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ২৮ জেলে আটক, ২৫ মন ইলিশ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
ভোলায় ২৮ জেলে আটক, ২৫ মন ইলিশ জব্দ

ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনায় ইলিশ ধরার অপরাধে পৃথক তিনটি অভিযানে ২৫ মন ইলিশ জব্দ করা হয়েছে। এছাড়াও ১৭ জেলেকে এক মাস করে কারাদণ্ড এবং ১১ জনকে দুই হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বুধবার (২১ মার্চ) ভোর থেকে দুপুর পর্যন্ত কোস্টগার্ড, মৎস্য বিভাগের পরিচালিত অভিযানে এ জাল, ইলিশ ও জেলে আটক হয়।  

কোস্টগার্ড দক্ষিণ জোন সূত্রে জানা যায়, ভোরে ভোলা সদর উপজেলার রাজাপুর মেঘনা নদী এলাকা থেকে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালায়।

এ সময় ট্রলার বোঝাই জাটকা পাচারের সময় ট্রলারটি আটক করে কোস্টগার্ড। সেখান থেকে প্রায় ২৫ মন জাটকা ইলিশ জব্দ করে।

এছাড়া, অপর অভিযানে ভোলা দৌলতখান উপজেলার মেঘনা নদীতে পৃথক দুটি অভিযান চালায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। এ সময় চারটি জেলে ও ৩০ হাজার মিটার কারেন্ট জালসহ ২৮ জেলেকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামলা হোসেন বাংলানিউজকে জানান, আটক ২৮ জেলের মধ্যে ১৭ জনকে এক মাস করে কারাদণ্ড এবং ১১ জনকে দুই হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত মাছগুলো অসহায় দুস্থ ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। জাল পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এনটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।