দক্ষিণজোন কোস্টগার্ডের সিজি স্টেশন বরিশালে বুধবার (২১ মার্চ) এ অভিযান চালানো হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ হওয়া জাটকাগুলো এতিম ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়।
দক্ষিণজোন কোস্টগার্ডের জোনাল কমান্ডারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হযেছে।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা মার্চ ২১, ২০১৮
এমএস/এএটি