শরিফুল ইসলাম রামগড়ের নাকাপা এলাকার মোমিনুল হকের ছেলে ও পেশায় সিএনজি চালক।
বুধবার (২১ মার্চ) দুপুরে উপজেলার কলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে জালিয়াপাড়া থেকে নাকাপা যাওয়ার পথে কলাবাড়ী এলাকায় পৌছালে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এসময় তিনি গলায় গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে আমাদের সন্দেহ এ ঘটনায় অবরোধ আহ্বানকারীরা জড়িত থাকতে পারে। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
ওএইচ/