বুধবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাটের অদূরে নির্মাণাধীন শহীদ কামারুজ্জামান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন অর রশিদ উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত তালেব আলীর ছেলে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, রাস্তা সম্প্রসারণ কাজের জন্য মহাসড়কের দুইধারের গাছ কাটার কাজ চলছে। কর্তনকৃত গাছের খড়ি নিহত হারুন অর রশিদ ভটভটিতে তুলে দেলুয়াবাড়ি যাওয়ার পথে ভটভটি উল্টে হারুন ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এনটি