নেপালে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর অ্যান্ড হেড অব চ্যান্সারি মোহাম্মদ আল আলামুল ইমাম বুধবার (২১ মার্চ) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এরইমধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে রয়েছে।
গত ১২ মার্চ ফ্লাইট বিএস-২১১ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় বিধ্বস্ত হয়। এতে ২৬ বাংলাদেশি, ২২ নেপালি এবং এক চীনা নিহত হন। এছাড়া মালদ্বীপের এক নাগরিকসহ মোট আহত হন ২২ জন।
নিহত বাংলাদেশিদের মধ্যে ২৩ জনের মরদেহ গত ১৯ মার্চ ঢাকায় পাঠানো হয়। রাজধানীর আর্মি স্টেডিয়ামে নামাজে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে সেই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
আহত ১০ বাংলাদেশির মধ্যে তিনজন ছাড়া বাকিদের ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর তিনজনের মধ্যে দু’জন সিঙ্গাপুরে এবং একজন ভারতে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
ইইউডি/এইচএ/