বুধবার (২১ মার্চ) দুপুরে তাকে আটক করা হয়। তিনি ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের মৃত ওয়াছেব আলীর ছেলে।
স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার বাংলানিউজকে জানান, লিখন দীর্ঘদিন ধরে অস্ত্র কেনা-বেচা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে জয়নগর শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও দু’টি মোবাইল পাওয়া যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে জানান, আটক লিখনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এসআই