বুধবার (২১ মার্চ) দুপুরে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর মহাসড়কের পাশে ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে স্থানীয়রা লাল কম্বলে মোড়ানো একটা পুটলি দেখতে পায়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে জানান, ভিজিটিং কার্ডের সূত্র ধরে নবজাতকটির মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
নবজাতটির মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করে হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এনটি