রাঙামাটি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় একটি নৌকার যাত্রীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। এতে একটি শিশু গুলিবিদ্ধ হয়েছে।
বুধবার (২১মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১০ জনের একটি দল নৌকায় করে উপজেলার ফারুয়া ইউনিয়নে যাচ্ছিলেন।
নৌকাটি ওই ইউনিয়নের উলুছড়িস্থ মাসকুমড়া নামক এলাকায় এলে পাহাড়ে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে নৌকায় থাকা একটি শিশুর মাথায় গুলি লাগে। গুলিবিদ্ধ শিশুটিকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেলেও তার নাম জানা যায়নি।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।