বুধবার (২১ মার্চ) দুপুরে গাইবান্ধা শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় দেন। মিজানুর উপজেলার দক্ষিণ মরুয়াদহ গ্রামের আবদুল মতিনের ছেলে।
গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মহিবুল হক মোহন বাংলানিউজকে জানান, ২০১৩ সালের ২৮ আগস্ট মিজানুরের ওপর শিশু ধর্ষণের অভিযোগে সুন্দরগঞ্জ থানায় মামলা করা হয়। সুন্দরগঞ্জ থানার তৎকালীণ উপপরিদর্শক (এসআই) আবদুর রাজা ২০১৩ সালের ৩০ নভেম্বর আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর অভিযোগ প্রমাণ হওয়ায় আসামির উপস্থিতিতে দুপুরে এ রায় দেন আদালত।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
আরবি/