ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
সুন্দরগঞ্জে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু ধর্ষণের দায়ে মিজানুর রহমান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২১ মার্চ) দুপুরে গাইবান্ধা শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় দেন। মিজানুর উপজেলার দক্ষিণ মরুয়াদহ গ্রামের আবদুল মতিনের ছেলে।

গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মহিবুল হক মোহন বাংলানিউজকে জানান, ২০১৩ সালের ২৮ আগস্ট মিজানুরের ওপর শিশু ধর্ষণের অভিযোগে সুন্দরগঞ্জ থানায় মামলা করা হয়। সুন্দরগঞ্জ থানার তৎকালীণ উপপরিদর্শক (এসআই) আবদুর রাজা ২০১৩ সালের ৩০ নভেম্বর আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর অভিযোগ প্রমাণ হওয়ায় আসামির উপস্থিতিতে দুপুরে এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।