বুধবার (২১ মার্চ) তলবের চিঠির মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়। চিঠিতে আগামী ৩ এপ্রিল সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে উপস্থিত থাকতে বলা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, এ কে আজাদের বিরুদ্ধে ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করা হয়েছে। অভিযোগ সম্পর্কে তার বক্তব্য জানতে দুদক তাকে হাজির হওয়ার নোটিশ পাঠায়।
দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর সই করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এমএএম/এএ