ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রৌমারীতে ভারতীয় মদসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
রৌমারীতে ভারতীয় মদসহ মাদক বিক্রেতা আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ১২ বোতল ভারতীয় মদসহ জাকির হোসেন (৪৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

জাকির হোসেন উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত্যু নেছাব উদ্দিনের ছেলে।

বুধবার (২১ মার্চ) দুপুরে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় ১২ বোতল ভারতীয় অফিসার চয়ের্জ ৩৭৫ এমএল মদসহ নিজ ঘর থেকে জাকির হোসেনকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইন ২২(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।