ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে হোটেল ‘কুটুমবাড়ি’কে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
কিশোরগঞ্জে হোটেল ‘কুটুমবাড়ি’কে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করা,  খাদ্যদ্রব্য ঢেকে না রাখা ও অধিক দামে খাবার বিক্রি করার দায়ে হোটেল ‘কুটুমবাড়ি’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ মার্চ) বিকেলে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এ অর্থদণ্ড দেন।

তিনি বাংলানিউজকে বলেন, জেলা শহরের কালীবাড়ি এলাকার স্টেশন রোডের খাবার হোটেল ‘কুটুমবাড়ি’ পরিদর্শন করে মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্যদ্রব্য ঢেকে না রাখা ও অধিক দামে খাবার বিক্রি করার প্রমাণ পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেল মালিকের প্রতিনিধি আবুল কাসেমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।