বুধবার (২১ মার্চ) রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন: সুযোগ, চ্যালেঞ্জ এবং করণীয়’ শীর্ষক এক সেমিনারে বক্তৃতাকালে তিনি এ অভিমত প্রকাশ করেন।
মাহমুদ আলী বলেন, বাংলাদেশের স্বল্পোন্নত রাষ্ট্র থেকে উত্তরণের বিষয়টি ঘোষণা করেছে জাতিসংঘ।
এটি অর্জনে বন্ধুরাষ্ট্র ও উন্নয়ন সহযোগীদের সমর্থন ও সহযোগিতা কামনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনায় বাংলাদেশ সঠিক পথেই এগিয়ে যাবে।
পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফেকিতামোয়েলোয়া কাতোয়া উতোইকামানু, বিশ্ব খাদ্য সংস্থার কান্ট্রি ডিরেক্টর ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্রিস্টা রাডের।
বিআইআইএসএসের চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমদ এবং মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান সেমিনারে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
কেজেড/এইচএ