ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বিলাইছড়িতে শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
বিলাইছড়িতে শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা

রাঙামাটি: রাঙামাটির বিলাইছড়ির উপজেলায় একুইজ্জ্যাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কনক তঞ্চাঙ্গ্যা (২৮) ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী।

বুধবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক কনক বাংলানিউজকে জানান, সকালে তিনি তার ভগ্নিপতিকে নিয়ে নৌকায় রাঙামাটি যাচ্ছিলেন।

তারা উপজেলার ফারুয়া ইউনিয়নের তক্তানালাস্থ উত্তমপাড়া বৌদ্ধ মন্দির ঘাটে পৌঁছালে একদল পাহাড়ি যুবক তাদের নৌকা থামানোর জন্য নির্দেশ দেয়। নৌকা থামানোর পর যুবকদল তাকে এবং তার ভগ্নিপতি মনালাল তঞ্চাঙ্গ্যাকে (৪০) দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে বেধড়ক পেঠাতে থাকে। এসময় স্থানীয়রা ছুটে গেলে ওই যুবকদল পালিয়ে যায়। বর্তমানে তিনি এবং তার ভগ্নিপতী রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলাকারীদের কাউকে তিনি চিনেন না বলে জানিয়েছেন।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দীন বাংলানিউজকে জানান, এ ঘটনায় কেউ এখনো কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।