আখি পৌর শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার আনিসুর রহমানের মেয়ে ও ঝালকাঠি সরকারি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলো।
বুধবার (২০ মার্চ) সকালে বাবা-মায়ের অনুপস্থিতিতে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
নিহতের মা ঝালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাহিদা বেগম বাংলানিউজকে জানান, সকালে ছোট মেয়েকে স্কুলে দিয়ে তিনি নিজ কর্মস্থলে চলে যান। তখন আখিকে একাই বাসায় রেখে যাই। বেলা ১১ টার দিকে ছোট মেয়ে স্কুল থেকে বাসায় ফিরে খবর দেয় আখি ফ্যানের সঙ্গে ঝুলে আছে। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে কারো কিছু জানা নেই।
ঝালকাঠি সদর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) জসিম জানান, মরদেহ পুলিশ হেফাজতে আছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে চান।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এমএস/ওএইচ/