বুধবার (২১ মার্চ) সকাল থেকে দুপুর ২ট পর্যন্ত রাজনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
তিনি বাংলানিউজকে জানান, অভিযানে উপজেলার চাটুরা এলাকার জালালাবাদ ব্রিকস ফিল্ডকে ৩০ হাজার টাকা, মহলাল মনসুর নগর আর এম এইচ ব্রিকস ফিল্ডকে ২৭ হাজার টাকা, চৌধুরী বাজার সামিউল মেডিসিন সেন্টারকে তিন হাজার টাকা, চৌধুরী বাজারের মা ভেরাইটিজ স্টোরকে এক হাজার টাকা ও মায়া মিষ্টান্ন ভান্ডারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ইট তৈরির ফর্মাতে কারচুপি করা, লাইসেন্স না থাকা, নির্ধারিত মাপের ইট বিক্রি না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, পোড়া তেলে খাবার তৈরি, ওষুধের দাম বেশি রাখা, মেয়াদ উত্তীর্ণ খাবার ও ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এসআই