ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় ২ ইট ভাটার মালিককে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
মঠবাড়িয়ায় ২ ইট ভাটার মালিককে জরিমানা

‌পি‌রোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অবৈধ দুটি ইটের ভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২১ মার্চ) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) সোহাগ হাওলাদারের নেতৃত্বে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এ অভিযান চালান।  

র‌্যাব-৮ এর উপসহকারী পরিচালক (ডিএডি) আমজাদ হোসেন বাংলানিউজেক জানান, উপজেলার বহেরাতলা গ্রামের জাকির হোসেন ও উত্তর মিঠাখালী গ্রামের জালাল মিয়া নিষিদ্ধ ইটের ভাটা স্থাপন করে ইট পোড়াচ্ছিল।

বিকেলে ভ্রাম্যমাণ আদালত ইটভাটা প্রস্তুত ও স্থাপন নিয়ন্ত্রণ আইনে জাকির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড ও জালাল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।