ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গরু বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মুদি দোকানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
গরু বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মুদি দোকানি

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে আগুনের কবল থেকে পোষা গরুকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়ে মারা গেছেন জাহিদ মোল্লা (৩৫) নামে এক মুদি দোকানি।

বুধবার (২১ মার্চ) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, মঙ্গলবার (২০ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে তিনি দগ্ধ হন।

জাহিদ সুলতানপুর গ্রামের মালেক মোল্লার ছেলে।

সুলতানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (২০ মার্চ) রাত দেড়টার দিকে জাহিদের গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুন লাগে। এসময় জাহিদ গরু বাঁচাতে দড়ি কাটার জন্য গোয়াল ঘরে ঢুকলে তার গায়ে আগুন লেগে যায়। এতে তিনি দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।