বুধবার (২১ মার্চ) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, মঙ্গলবার (২০ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে তিনি দগ্ধ হন।
সুলতানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (২০ মার্চ) রাত দেড়টার দিকে জাহিদের গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুন লাগে। এসময় জাহিদ গরু বাঁচাতে দড়ি কাটার জন্য গোয়াল ঘরে ঢুকলে তার গায়ে আগুন লেগে যায়। এতে তিনি দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এনটি