বুধবার (২১ মার্চ) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের রুহিতের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইমরান বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সকালের বার্তার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাকেরগঞ্জ থেকে ফিরছিলেন ইমরান। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার পাশে উঠে যায়। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করছেন।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এমএস/আরআইএস/