ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ১৩০০ পিস ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
কিশোরগঞ্জে ১৩০০ পিস ইয়াবাসহ আটক ২ আটক ২ মাদক বিক্রেতা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে এক হাজার ৩০০ পিস ইয়াবাসহ আল মমিন (২৪) ও মিজানুর রহমান (২৪) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (২১ মার্চ) রাতে র‌্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক লেফটেন্যান্ট এম শোভন খান এ তথ্য জানান। এর আগে বিকেলে কিশোরগঞ্জের নিকলী উপজেলার দৌলতপুর পশ্চিমপাড়া এলাকার একটি রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটক মমিন নিকলী উপজেলার দৌলতপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ও মিজানুর একই এলাকার শামসুল আলমের ছেলে।

এম শোভন খান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় উভয়ের কাছ থেকে ১৩০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ চার হাজার ৫০ টাকা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে নিকলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।