জাতীয় সংসদ ভবনে আলোকসজ্জা/ছবি- শাকিল
ঢাকা: স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল বাংলাদেশ। এই স্বীকৃতি উদযাপন করতে রাজধানী সেজেছে ভিন্ন সাজে। জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে বিভিন্ন সড়ক, সড়ক দ্বীপ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শোভা পাচ্ছে বর্ণিল আলোকসজ্জা।
বুধবার (২২ মার্চ) রাতে রাজধানীর কুড়িল বিশ্বরোড, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, খামারবাড়ি মোড়ের বঙ্গবন্ধু চত্বর হয়ে আসাদগেট পর্যন্ত ঘুরে এ চিত্র দেখা গেছে।
জাতীয় সংসদ ভবনের চারপাশে টানানো হয়েছে লাল, নীল, সবুজ, হলুদ রং-বেরংয়ের বাতি।
এছাড়া বিমানবন্দর সড়কের দু’পাশে আলোকসজ্জার সঙ্গে মিশে বাড়তি শোভা জানান দিচ্ছে কুড়িল ফ্লাইওভারের উপরে করা আলোকসজ্জা।
বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে উপনীত হওয়ায় এই আয়োজন। একইসঙ্গে এই সাফল্য উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২২ মার্চ) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার।
বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এএম/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।