মাদারীপুর: আকস্মিক ঘন কুয়াশা পড়তে থাকায় দেশের অন্যতম নৌপথ কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল।
বৃহস্পতিবার (২২ মার্চ) ভোর ৫টা থেকে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, ভোরের দিকে এই নৌ-রুটের অববাহিকায় কুয়াশা পড়তে শুরু করে।
ভোর ৫টার দিকে অতিরিক্ত কুয়াশা দেখা দিলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। এ সময় দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।
এসময় চলাচলরত কয়েকটি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, ভোর ৫টা থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল।
বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।