বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল সোয়া ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের মহাব্যবস্থাপক নাসির হোসেন চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরের দিকে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়।
এ সময় মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়ে ছোট-বড় মিলে ৭টি ফেরি। বাকি ফেরিগুলো পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যানাবাহন ও যাত্রী নিয়ে পারাপারের অপেক্ষায় রয়েছে।
নদী এলাকায় কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
জেডএস