বৃহস্পতিবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ ময়মনসিংহের নান্দাইল থানার চরলক্ষিবালুচর এলাকার মো. রাশিদের ছেলে।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিনয় কুমার সরকার জানান, আব্দুল হামিদ ভোরে পিকআপ ভ্যানে তরমুজ নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। পথে পোড়াবাড়ী এলাকায় তাদের গাড়িটি পেছন থেকে অজ্ঞাত একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের সামনে অংশ দুমড়ে গেলে সামনে বসে থাকা আব্দুল হামিদ ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পিকআপ ভ্যানটি জব্দ করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
আরএস/এসআই