বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নবী হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট থানার গবড়াকুড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে।
মাওনা হাইওয়ে পুলিশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, রঙ্গিলাবাজার এলাকায় নবী হোসেন তার ছেলের ভাড়া বাড়িতে বেড়াতে আসেন। সকালে তিনি ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
আরএস/এএটি