ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ১০ স্বর্ণের বার উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
চাঁপাইনবাবগঞ্জে ১০ স্বর্ণের বার উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ১০ স্বর্ণের বার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে এক কেজি ১৬০ গ্রামের মোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। 

বুধবার (২১ মার্চ) রাতে এসব বার উদ্ধার করা হয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

 

সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল রাত সোয়া ১২টার দিকে সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্ট সংলগ্ন পানামা গেট এলাকায় অভিযান চালায়। এসময় সেখানে পরিত্যক্ত অবস্থায় ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য অর্ধ কোটি টাকা। চোরাকারবারীরা স্বর্ণ চোরাচালানের নতুন রুট হিসেবে সোনামসজিদ স্থলবন্দরকে বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।