বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। রিকশাচালক সজীব শরীয়তপুর পৌরসভার নীলকান্দি গ্রামের কুদ্দুস সরদারের ছেলে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, বুধবার রাত ৯টা পর্যন্ত আংগারিয়া বাজারে রিকশা চালিয়েছেন সজীব। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর সকালে বাড়ি কাছে কৃষি জমিতে তার গলা কাটা মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এসআই